রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক।
শুক্রবার সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বর্জ ব্যাবস্থাপনা প্লান্ট, সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প পরিদর্শন শেষে মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় ওনার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মেদ , খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।




