বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
মূলপাতাপ্রধান খবরমাইনী বাজারে আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

মাইনী বাজারে আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

রাঙামাটির লংগদু উপজেলার আওতাধীন মাইনি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা  মাইনী বাজারের লঞ্চ ঘাট সংলগ্ন হোটেল নিসা-তে (চা দোকান) রান্না ঘরের চুলা হতে আগুন লাগে বলে ধারণা করছেন। এ আগুন  দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে বিশাল আকার ধারণ করে ।

আগুন সুত্রপাতের সাথে সাথে স্থানীয় দোকানদাররা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে  স্থানীয় সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এস পি পি,পি এস সি এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের ভারপ্রাপ্ত টু আইসি মেজর রিফাত উদ্দিন লিয়ন সহ উপস্থিত সকল অফিসার, এফএস জেসিও সহ ৫০ জনের একটি উদ্ধার দল  মাইনি বাজারে পৌঁছে উদ্ধার কাজে অংশ গ্রহন করে।

পরবর্তীতে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট,জোনের উদ্ধার দল, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্থানীয় প্রচেষ্টায়  বিকাল ৪ টার সময় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়।

আগুন লাগার ফলে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গোডাউন,ভাংগারীর দোকান এবং একটি বসত ঘর সহ ১২-১৫ টি দোকান সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। উক্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। না হলে এ আগুন আরো বাড়তে পারত। সম্মিলিত প্রচেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments