বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রাঙামটি এ কর্মশালাটির আয়োজন করে। সনাক রাঙামাটির সভাপতি অধ্যাপক বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেল া প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনসহ বিস্তারিত আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক অ্যানগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুছ ভুঁইয়া প্রমুখ। কর্মশালায় জেলা পর্যায়ের ৭৪টি সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হলে ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরকে তাদের সেবা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। সুশাসন নিশ্চিত করা অপরিহার্য। তিনি কর্মশালা পরবর্তীতে সব দপ্তরকে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির আহবান জানান।