বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন

কাপ্তাইয়ে জামায়াতের নির্বাচনী ওরিয়েন্টেশন

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর  উদ্যোগে কেন্দ্রভিত্তিক কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সন্ধ্যায়  ৭ টায় কাপ্তাই শহীদ তিতুমার একাডেমিতে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন   প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা বায়তুল মাল সেক্রেটারি আবু তানভির।
বিশেষ অতিথি ছিলেন জেলার শু’রা ও কর্মপরিষদ সদস্য নুরুল করিম। পরিচালনা করেন উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল।

এসময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ফলাফল অর্জনে জামায়াতের প্রত্যেক নেতা-কর্মীদের আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও নির্বাচনে দায়িত্ব পালন করার লক্ষ্যে ওরিয়েন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্বের দায়িত্ব পালনে সততা, ত্যাগ ও নিষ্ঠার ভূমিকা তুলে ধরে তাঁরা বলেন, বর্তমান সময়ে জনসেবা ও আদর্শভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা  জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি ওয়াজিউল্লাহ, সদস্য মঈন উদ্দিন, সফিকুল আলম প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে নির্বাচনী দায়িত্ব ও কর্মপরিকল্পনা তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments