সোমবার, আগস্ট ২৫, ২০২৫
মূলপাতাপ্রধান খবরঅসহায় দুই শিশুর দায়িত্ব নিলো সেনাবাহিনী

অসহায় দুই শিশুর দায়িত্ব নিলো সেনাবাহিনী

রাঙামাটির লংগদুতে  হতদরিদ্র একটি পরিবারের ২৪ বছর বয়সী গৃহবধু  রাবেয়া বেগম। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথে।

অপর দিকে  রাবেয়া বেগমের রয়েছে চার মাস বয়সী এবং চার বছর বয়সী দুটি সন্তান।  দারিদ্রতায় চিকিৎসা হচ্ছে না রাবেয়ার। ফলে রাবেয়ার দুই শিশু  মা হারানোর ধারপ্রান্তে। এ খবরটি এলাকায়  ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের নজরে আসে।

ফলে আর দেরী না করে তৎক্ষানিক লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি পরিবারটির খবর নেন এবং চার মাস বয়স শিশু সন্তানের এক বছরের মাতৃ কালীন খাবারের ব্যবস্থা করেন। একই সাথে শিশু সন্তানদের খোঁজ খবর রাখার আশ্বাস দেন।

রবিবার সকালে মাইনিমূখ ইউনিয়নের হাজাছড়া এলাকায় শিশু বাচ্চার বাড়ি গিয়ে প্রাথম এক মাসের খাবার পৌঁছে দেন অত্র জোনের আর এমও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ ।

অসহায় পরিবারটি “বাংলাদেশ সেনাবাহিনী” বিশেষ করে লংগদু জোন,জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেনাবাহিনী ও লংগদু জোন কমান্ডারের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করেন।

একই সাথে মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়েছেন শিশু সন্তান ও তার স্বামী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments