রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে।
আটককৃত পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইমান আলী রাজস্থলী উপজেলার শফিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত ১০ টা ২০ মিনিটে থানার এসআই মোঃ টিটু চন্দ্র দাস এবং এএসআই নূরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাঁকে চন্দ্রঘোনা থানাধীন শফিপুর এলাকা হতে গ্রেফতার করে। তিনি জিআর-৩৪০/১৯ (মোড়েলগঞ্জ) এর পরোয়ানাভূক্ত আসামী।
আটককৃত আসামিকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।