অবশেষে পানি ছাড়ার ৭ দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি দরজা।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন সোমবার রাতে ৯ টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল এর নিচে।
পানি দ্রুত কমতে থাকায় বাধ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ১৬ দরজা বন্ধ করা হয়।
বর্তমানে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭.০৬ ফুট মীনস সি লেভেল।
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বীপদ সীমার উপর অতিক্রম করায় অথাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাতে কাপ্তাই বাঁধের ১৬ টি গেট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল।