“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে যক্ষাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে র্যালি ছিল উৎসবমুখর। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মরশেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদ-বিন-আখন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, সহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন রশীদ ভুইঞা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তি-নির্ভর দক্ষ যুবশক্তি জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করে যুব সমাজকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করা জরুরি। বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “যুবরা দেশের সবচেয়ে বড় সম্পদ। সঠিকভাবে কাজে লাগাতে পারলেই উন্নয়ন ত্বরান্বিত হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় যুবকদের মাঝে ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ঋণের মাধ্যমে তারা ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও স্বনির্ভর কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হবেন।
দিবসটি উপলক্ষে জুরাছড়ি উপজেলায় ছিল এক উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী যুবক-যুবতীরা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে।