বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীরাঙামাটিতে ২ সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন

রাঙামাটিতে ২ সপ্তাহব্যাপী নাট্য কর্মশালা সম্পন্ন

রাঙামাটিতে আয়োজিত দুই সপ্তাহব্যাপী এক নাট্য কর্মশালা সম্পন্ন হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এ নাট্য কর্মশালার আয়োজন করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট।
১১ জুন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রশিক্ষণ কক্ষে এ নাট্য কর্মশালা শুরু হয়ে শেষ হয় বুধবার (২৫ জুন)।

কর্মশালায় জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১৪ শিক্ষার্থী অংশ নেন। সমাপনী দিন সন্ধ্যায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি হলে মঞ্চস্থ হয়েছে চাকমা ভাষার মঞ্চ নাটক ‘মাতঙ্গ’।

নাটকটিতে অভিনয় করেছেন প্রশিক্ষণার্থীরা। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিবেশিত নাটকটি পরিচালনা করেছেন নাট্য প্রশিক্ষক আশিক সুমন। কর্মশালায় আশিক সুমন ছাড়াও প্রশিক্ষক ছিলেন মনি পাহাড়ি ও গোবিন্দ লাল রায়।
‘মাতঙ্গ’ মঞ্চায়ন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা, সাবেক পরিচালক সুগত চাকমা, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, আরমান খান, নাট্য প্রশিক্ষক গোবিন্দ লাল রায়, সংস্কৃতিসেবী রেজাউল করিম, অজিত তঞ্চঙ্গ্যাসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনি পাহাড়ি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments