বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে পালবার লিং সেন্টারের ত্রাণ বিতরণ 

বিলাইছড়িতে পালবার লিং সেন্টারের ত্রাণ বিতরণ 

পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার পাঁচটি গ্রাম—বিলাইছড়ি বাজার, কেরনছড়ি, ধুপ্প্যাচর, ভালাছড়ি এবং দীঘলছড়িতে অসহায় ও দরিদ্র ৬৫টি পরিবারের মাঝে নিজ কার্যালয়ে সামনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে এই ত্রাণ কার্যক্রমের আওতায় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য থেরো এবং সংস্থার স্বেচ্ছাসেবী সদস্যরা ।

বিতরণের সময় প্রতিষ্ঠাতা সভাপতি জানান, পাহাড়ি এই অঞ্চলের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য, এবং এই সহায়তা তাদের দুর্দিনে কিছুটা স্বস্তি দেবে বলে তারা বিশ্বাস করেন।এই ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি অঞ্চলে সামজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments