মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়িতে আয়নামতি ফাউন্ডেশনের অনুদান প্রদান

বাঘাইছড়িতে আয়নামতি ফাউন্ডেশনের অনুদান প্রদান

রাঙামাটির বাঘাইছড়ির মুসলিম ব্লক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪৬জন ব্যবসায়ী ও দোকান মালিকদের মাঝে “আয়নামতি ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় এর সাবেক অতিরিক্ত সচিব আবু সৈয়দ এম হাশিমের ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ ২৫০০টাকা করে সহয়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০মে) জুমার নামাজের পর মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যালয় কক্ষে এই নগদ আর্থিক সহয়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মুসলিম ব্লক বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ,মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: ওমর ফারুক মাস্টার ও সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ খাঁজা বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুঃখ আমরা গভীর ভাবে উপলব্ধি করছি।
তিনি আরো বলেন,আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আবু সৈয়দ এম হাশিম সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য কিছু উপহার নিয়ে এসেছি আপনাদের মাঝে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকরা আবু সৈয়দ এম হাশিমের এই উদ্যোগ’কে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তা স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments