বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীসাজেকে ত্রিপুরাদের বৈসু উৎসবে সেনাবাহিনীর আনন্দ ভাগাভাগি

সাজেকে ত্রিপুরাদের বৈসু উৎসবে সেনাবাহিনীর আনন্দ ভাগাভাগি

সাজেক পর্যটন এলাকায় আজ ত্রিপুরা জনগোষ্ঠীর আয়োজনে ঐতিহ্যবাহী বৈসু উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টায়  উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গড়েয়া ও বৈসু নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী নানা স্টলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসি।  বিশেষ অতিথি ছিলেন নবনিযুক্ত জোন কমান্ডার লেঃ কর্ণেল মাসুদ রানা, পিএসসি।

বক্তব্যে অতিথিরা উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান এবং সবাইকে বৈসুর শুভেচ্ছা জানান। প্রধান অতিথি বলেন, “সাজেক পর্যটন এলাকায় সকল জাতি ও ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন আমি দেখতে পেয়েছি, তাতে আমি অভিভূত। এখানে যে সম্প্রীতির মেলবন্ধন বিদ্যমান, তা শুধু পার্বত্য চট্টগ্রামের জন্য নয়, সমগ্র দেশের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে। আমি আশা করি, আমাদের এই সম্প্রীতি ভবিষ্যতেও অটুট থাকবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সাজেককে সামনে এগিয়ে নিয়ে যাব।

এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে সম্প্রীতির বার্তা আরও সুদৃঢ় হলো বলে স্থানীয়রা মন্তব্য করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments