বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীজুরাছড়িতে আগারা গোষ্ঠী ধামাই গোত্রের মিলন মেলা

জুরাছড়িতে আগারা গোষ্ঠী ধামাই গোত্রের মিলন মেলা

রাঙামাটির জুরাছড়ি রাঙামাটির জুরাছড়ি উপজেলায় চাকমা জাতিসত্তার আগারা গোষ্ঠী ধামাই গোত্রর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মৈদং ইউনিয়নের জামেরছড়িতে অনুষ্ঠিত গোত্র সম্মেলনের প্রথম পর্বে বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে পঞ্চশীল গ্রহন, অষ্টপুরস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদানসহ বিভিন্ন পন্য সামগ্রী দান সম্পাদন করা হয়। এ সময় ধর্মদেশনা প্রদান করেন অমিয় বর্ধন স্থবির। দ্বিতীয় পর্বে দুপুরে গোত্র সম্মেলন উদযাপন কমিটির সভাপতি ও মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তুলশী মালা চাকমা (৮০) সম্মেলনে অংশগ্রহণ করে আবেগিত হয়ে বলেন, এই সম্মেলনের মাধ্যমে বহু হারানো বন্ধুদের সাথে হওয়ার সুযোগ হয়েছে।

অমরবালা চাকমা বলেন, সম্মেলনে এসে অনেক অজানা পূর্ব পুরুষদের পরিচিতি ও প্রবিনদের দর্শনের সুযোগ হয়েছে। দয়াধন কার্বারী (৪৫) এই অনুষ্ঠানটি একটি মিলন মেলা পরিণত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন রঞ্জিত কুমার চাকমা, মিথেন চাকমা, সত্য প্রিয় চাকমা, অতি কুমার চাকমা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গুনিজনদের সংবর্ধনা ক্রেশ প্রদান ও বিঝু উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments