পার্বত্য চট্টগ্রামে শিশু ও মাতৃ মৃত্যু হার কমিয়ে আনতে পার্বত্য চট্টগ্রামে মিড ওয়াইফারি নার্সিং সেবা বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএ, পার্বত্য জেলা পরিষদ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীণ হিল।
তারই অংশ হিসেবে সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে মিড ওয়াইফারি নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে এক অবহিত করণ সভা করেছে তিনটি সংস্থা। এতে ৪ শতাধিক নার্সিং পড়তে আগ্রহী শিক্ষার্থী অংশ নেন।
অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বিশেষ অথিতি ছিলেন ইউএনএফপিএর কর্মকর্তা ফরিদা বেগম, প্রনিতা রাহা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান, সাবেক সিভিল সার্জন ড. উদয় শংকর দেওয়ান।
সভায় জানানো হয় পার্বত্য চট্টগ্রামে সরকারী বেসরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে চাহিদা থাকা সত্বেও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত মিড ওয়াইফ নার্স না থাকায় পদগুলো খালি পড়ে আছে। বাইরে থেকে কাউকে পদায়ন করা হলেও দুর্গমতার কারণে তারা কর্মস্থলে থাকতে চায় না। ফলে তারা বদলী হয়ে চলে যায়।
এ বছর পার্বত্য চট্টগ্রাম থেকে কোন শিক্ষার্থী মিড ওয়াইফ নার্সিংয়ে ভর্তির যোগ্যতা অর্জন করলে সরকারীভাবে তাদের বৃত্তি প্রদানের পাশাপাশি মিড ওয়াইফ নার্সিং কোর্স সম্পন্ন করলে তাদের চাকুরীর ব্যবস্থা করা হবে। এজন্য আসন্ন নার্সিং ভর্তি পরীক্ষায় ভাল করতে পড়াশুনায় মনযোগী হওয়ার অনুরোধ জানানো হয়।