শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা এবং আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ২০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগি অংশ নেন।
প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, শিল্পকলার নির্বাহী কমিটির সদস্য বাচিক শিল্পী রওশন শরীফ তানি।