৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে সেমিফাইনালে পৌঁছে গেছে রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।
রবিবার সকালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১৪ রানে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল কে পরাজিত করে আঞ্চলিক পর্যায়ে সেমিফাইনালে উর্ত্তীণ হয়।
নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় আঞ্চলিক পর্যায়ে উর্ত্তীণ হওয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিষিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই হাই স্কুলের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু তাদের কে অভিনন্দন জানিয়েছেন।