বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীসিএইচটি ব্লাড ডোনার গ্রুপের পুনর্মিলনী

সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের পুনর্মিলনী

রক্তদানে করবো না ভয় মানবতা করবো জয় এ স্লোগানে মানবতা সেবায় এগিয়ে যায় চিটাগং হিল ট্র্যাক্ট ব্লাড ডোনার।

সেচ্ছাসেবী মানবিক সংগঠনটি ৭ বছর পূর্তিতে ব্লাড ডোনারদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান করেছে।

শুক্রবার রাঙামাটির বড়গাং রেস্টুরেন্টে দিনব্যাপী কর্মসূচি পালন করে। আলোচনা সভা, সম্মাননা ও  নতুন কমিটি গঠন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিএইচটি ব্লাড ডোনার গ্রুপ।

সকালে প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামে এডিবি প্রকল্প পরিচালক কৃষিবিদ  পবন কুমার চাকমা।

সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের উপদেষ্টা  প্রিয়দর্শী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী  পিন্টু চাকমা, রাঙামাটি বিএম কলেজের সহযোগী অধ্যাপক  আনন্দ জ্যোতি চাকমা, সাংবাদিক  হিমেল চাকমা।

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা অরুন আলো খীসাকে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments