রাঙামাটির জুরাছড়িতে বর্ধিত সভা করেছে বিএনপি।
রবিবার দুপুরে জুরাছড়ির জেলা পরিষদের রেষ্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশে লুটপাট, নির্বিচারে হত্যা, গুমের মতোই ঘটনা ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করে ছিল। দেশের গণতন্ত্রকে বাকরুদ্ধ করে রেখেছে দীর্ঘ সতেরটি বছর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)জুরাছড়ি শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভা উপজেলা বিশ্রামাগারের হল কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্রামাগারের হল কক্ষে বর্ধিত সভার প্রথম পর্বে উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, জুরাছড়ি জাতীয়তাবাদি কৃষক দলের সভাপতি সুব্রত চাকমা, জাতীয়তাবাদি যুব দলের সভাপতি আশুগোপাল চাকমা, যুগ্ন সম্পাদক রাজেশ চাকমা, জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, সাধারণ সম্পাদক মিন্টি চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।