বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীরাজগুরু অগ্রবংশ মহাথের'র প্রয়াণ দিবস পালিত

রাজগুরু অগ্রবংশ মহাথের’র প্রয়াণ দিবস পালিত

রাঙামাটির বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ১৭ তম মহাপ্রয়াণ দিবস নিজ জন্মস্থান কুতুব দিয়া গ্রামে পালন করা হয়েছে।

রবিবার সকালে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। দিবসটি পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি শাখা ও বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সহযোগিতায় কুতুব দিয়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজগুরু অগ্রবংশ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদান,আলোচনা সভা ও অন্যান্য দান কার্য সম্পাদন করা হয়েছে। স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ আর্য্যলঙ্কার মহাথের এবং অগ্রবংশ ভিক্ষু, চন্দ্র কীর্তি ভিক্ষু সহ উপজেলার অন্যান্য ভিক্ষু।

দায়ক- দায়িকার মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যা,হেডম্যান রমাকান্ত আমু,শিক্ষক চন্দ্রদেবী তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট জন রবিচরণ তঞ্চঙ্গ্যা, বসুন্ধরা চাকমা, শশাঙ্ক দেওয়ান, তৃষা চাকমা, ওয়ার্ড মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা,সভাপতি জয়ত্বন তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা, উপদেষ্টা নুনু তঞ্চঙ্গ্যা, যুবক দিবাকর তঞ্চঙ্গ্যা,রনজিত তঞ্চঙ্গ্যাসহ দায়ক- দায়িকাবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments