বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধরাতে পাহাড় কাটার খবরে অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

রাতে পাহাড় কাটার খবরে অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় কাটার অপরাধে দেলোয়ার হোসেন নামে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার  রাতে জরিমানার বিষটি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

তিনি বলেন রাতের আধারে উপজেলা মডেল টাউন এলাকায় পাহাড় কাটা চলছে এমন খবর পেয়ে অভিযান চালালে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়, পরে সেখান থেকে তিনি একটি এক্সকাভেটর জব্দ করেন এবং এর মালিক দেলোয়ার হোসেনকে পাহাড় সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) আইনে পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিরীন আক্তার আরো বলেন যারাই পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছেন ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments