রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর পোষাক পরিহিত গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী।
নিহত ব্যাক্তি আঞ্চলিক দল ইউপিডিএফের সদস্য বলেছে সেনাবাহিনীর সূত্র।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লংগদু উপজেলার কাট্টলী এলাকার কিচিংছড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।
তবে ম্রাঅং মারমা নিজেদের দলের সদস্য কিনা তা নিশ্চিত করেনি ইউপিডিএফ।
জানা গেছে, লংগদু ইউনিয়নের কাট্টলী এলাকার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভূক্ত কাট্টলী এলাকার কিচিং ছড়া নামক স্থানে বৃহস্পতিবার ভোরের দিকে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে উভয়পক্ষের মধ্য গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হন।
লংগদু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার জগদীশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে কীভাবে এই ঘটেছে তা তিনি জানেন না।
লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, একব্যক্তি নিহত হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে ম্রাঅং কীভাবে নিহত হয়েছেন তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।