রাঙামাটি বিলাইছড়িতে ১২৫০ জন ভালনারেবল উয়িম্যান ভেনিফিসিয়ারিস্ (VWB) মহিলাদের মাছে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১নং বিলাইছড়ি ইউনিয়ন ও ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন মহিলাদের পল্টন ঘাট হতে এইসব চাউল বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল),১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সচিব অনিল কান্তি তঞ্চঙ্গ্যা, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব শান্তি বরণ চাকমা, ওযার্ড মেম্বার জ্যোতিময় চাকমা, মো. ওমর ফারুক ( মনি), বাবুলাল তঞ্চঙ্গ্যা,দয়ারঞ্জন চাকমা, সাধন চাকমা প্রমূখ।