রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি) এর অন্যতম প্রতিষ্ঠান লাম্বার প্রসেসিং কমপ্লেক্স( এলপিসি) শাখার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ (রেজিনং চট্র-৫৯৭)এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শুক্রবার (২৮নভেম্বর) সকাল ১০টায় এলপিসি শাখা কনফারেন্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাচিতদের পবিত্র কুরআন তেলওয়াত মাধ্যমে শপথ বাক্য পাঠ করান কাপ্তাই এলপিসি শাখার সহ-ব্যবস্থাপক( হিসাব) বিলাস কুমার বিশ্বাস ।
এসময় শপথ বাক্য পাঠ করেন নির্বাচিত সভাপতি আল-আমিন,সহ-সভাপতি মো.আফছার আলম,সাধারণ সম্পাদক মো.শাহীন উদ্দিন, সহসাধারণ সম্পাদক নিতায়ন চাকমা,সাংগঠনিক মো.আব্দুল্লাহ আল ফাহাদ,অর্থ সম্পাদক নাছিমা আক্তার ও কার্যকরী সদস্য মো.ইয়াছিন আরাফাত।
শপথ শেষে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা আহম্মদ উল্লাহ,মফিজুল ইসলামসহ অফিস কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ। উল্লেখ্য চলতি বছরের গত ২৮ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয়।




