বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান( বিকেএসপি) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টা মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম – কাপ্তাই সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন।
রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চাই না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক।
তাঁই আজকের মানববন্ধন কর্মসূচি হতে আমরা দাবি জানাই, সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা হয়। কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কৃতি খেলোয়াড় মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা: রহমত উল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খাঁন, সাবেক কৃতি ফুটবলার জামাল উদ্দিন, কৃতি ফুটবলার চম্রিং রাখাইন, সাবেক কৃতি খেলোয়াড় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবি ও লেখক মুহাম্মদ মুহসিন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো: জাকির হোসেন, যুব সংগঠক মো: ইব্রাহীম। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।।