সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুরাছড়ি শ্রীশ্রী রাধা কৃষ্ণ হরিমন্দির পূজামণ্ডপে ফুলের শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেছে জুরাছড়ি ইউনিয়ন বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন বিএনপির সভাপতি দেবদত্ত চাকমার নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ফুলের শুভেচ্ছা ও আর্থিক অনুদান দেওয়া হয়। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম, সাংগঠনিক সম্পাদক প্লেন্টু চাকমা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মধুমঙ্গল চাকমাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পূজা উদযাপন কমিটির তপন কান্তি দে, বিজয় কর্মকারসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাসেম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের নেতৃবৃন্দ দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বদা সহযোগিতায় কাজ করছে।”
ইউনিয়ন বিএনপির সভাপতি দেবদত্ত চাকমা বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ব্যক্তিগতভাবেও আমি সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও তা অব্যাহত রাখব।”
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিএনপির এ আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
০১৮