রাঙামাটি রাজবন বিহারে মহাসংঘদান অনুষ্ঠান করেছে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা। শুক্রবার সকালে ৯ টায় রাজবন বিহারের দক্ষিণ মাঠে এ মহা সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত হয়।
মহা সংঘদান অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধমুর্তি দান, দেশের সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হয়। পূণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন বনভান্তের অন্যতম শিষ্য ভৃগু মহাথের।
অর্ধ শতাধিক ভিক্ষুর উপস্থিতি অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো পুণ্যার্থী ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গত বছর থেকে রাঙামাটি সদর উপজেলার বাসিন্দারা এ মহাসংঘদান করে আসছেন। এবারের মহাসংঘদানটি ছিল দ্বিতীয়।