শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
মূলপাতাপরিবেশকাপ্তাইয়ে অটোরিকশার উপর হাতির আক্রমণ

কাপ্তাইয়ে অটোরিকশার উপর হাতির আক্রমণ

রাঙামাটির কাপ্তাই-  নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে একটি  সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায়   প্রাণে রক্ষা পেয়েছে সিএনজি  চালক।  কাপ্তাই নৌবাহিনী সড়ক মাইচ্ছাঘোনা নামক এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় এই   ঘটে বলে জানান  ক্ষতিগ্রস্ত সিএনজির   চালক সিরাজুল ইসলাম।

তিনি আরোও জানান কাপ্তাই  নৌবাহিনী স্টেশন হতে শুক্রবার সন্ধ্যায়  ঐ পথে  কাপ্তাই নতুনবাজার  আসার পথে একদল বন্যহাতি সড়কে নেমে এসে গাড়ির ওপর হামলা করে। আমি  গাড়ি থেকে দৌড়ে নেমে প্রাণে রক্ষা পেলেও হাতির দল  অটোরিকশা টি ভেঙ্গে চুরমার করে দেয়।

পরে অন্য লোকদের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে নিয়ে আসি। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমদের আওতায় নিয়মঅনুযায়ী পড়লে আমরা ক্ষতিগ্রস্ত চালককে সরকারি অনুযায়ী সহযোগিতা করব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments