সোমবার, আগস্ট ১৮, ২০২৫
মূলপাতাঅপরাধচন্দ্রঘোনা হাসপাতালে ভাংচুর ঘটনায় ৩ জন আটক

চন্দ্রঘোনা হাসপাতালে ভাংচুর ঘটনায় ৩ জন আটক

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় এজাহারভুক্ত ৩ জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর  পূর্ব পাড়া নবগ্রাম এলাকার মো: ইলিয়াস মিয়ার ছেলে জাহাঙ্গীর(২৪) এবং একই এলাকার মো: বদি আলমের ছেলে মো: রাকিব(২২)। এছাড়া আটককৃত অপর জন হলেন একই ইউনিয়ন এর ফেরিঘাট আমতলী এলাকার মো: হানিফ এর ছেলে মোঃ শহিদ প্রকাশ শ্রাবণ(১৮)।

বিষয়টি নিশ্চিত করে রবিবার (১৭ আগস্ট)  রাতে  কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড: এস এম ফরহাদ হোসেন এর  নির্দেশনায় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে  কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা     চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের জন্য গতকাল শনিবার (১৬ আগস্ট)  রাত হতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অবশেষে গতকাল শনিবার(১৬ আগস্ট)  রাত হতে রবিবার (১৭ আগস্ট)  বিকেল ৪ টা পর্যন্ত চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া থানা পুলিশ এর সহায়তায় পৃথক পৃথক অভিযানে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর বনগ্রাম, নবগ্রাম এবং ফেরিঘাট আমতলী হতে ৩ জনকে আটক করা হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে  বাকি আসামিদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

প্রসঙ্গত: একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (১৬ আগস্ট)  সন্ধ্যা ৭ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে একদল উচ্ছৃঙ্খল যুবক লাঠিসোটা নিয়ে  এলোপাতাড়ি আঘাত করে হাসপাতালের গাড়ি এবং ফার্মেসী ভাংচুর করে।  এই ঘটনায় বাঁধা দিলে তাঁরা হাসপাতালে কর্মরত ৪ জন  নিরাপত্তাকর্মীকে মারধর করে আহত করে বলে অভিযোগ করেন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা কর্মকর্তা সিমসন চাকমা বাদি হয়ে কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেন।

 

পূর্ববর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments