গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।