বুধবার, আগস্ট ৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান বিএনপির বিজয় মিছিল 

বিলাইছড়িতে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান বিএনপির বিজয় মিছিল 

রাঙামাটির  বিলাইছড়িতে জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান  বিজয়ের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি),র বিজয় মিছিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপি’র আয়োজনে হাসপাতাল ঘাট হতে বাজার  হয়ে ধূপ্যাচর পযর্ন্ত গিয়ে  উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা মিলনায়তনে এসে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির -এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ সভাপতি মো.আব্দুল বারেক খাঁ, বিএনপি’র উপদেষ্টা অমর জীব চাকমা, বিএনপি উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, যুবদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু),কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, জাসাস দলের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবীর হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের সভাপতি মো.আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি দেলোয়ারা বেগম,বিলাইছড়ি ইউনিয়ন শাখার যুবদলের সভাপতি মো.অলি আহমেদ, ফারুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো.মনির, ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা,উপজেলা ছাত্র দলের সভাপতি মো.শহীদুল ইসলাম। এছাড়াও মিছিল ও সভায়  উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  শত শত  নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি’র সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বক্তারা – জুলাই  গণ-অভ্যুত্থান বা ৩৬ জুলাইয়ে শহীদদের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। এবং বলেন,  খুনী হাসিনা তার ক্ষমতাকে চিরতরে পাকাপোক্ত করার জন্য বলতেন এক নেতা এক দেশ শেখ মুজিব বাংলাদেশ। তারা আরও বলেন- ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা এনেছি, সে দেশ এক দেশ এক নেতা  কেন হবে। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণায় লাল সবুজের পতাকা পেয়েছি। হাসিনা নির্দেশ দিয়েছিল মানুষ মারার জন্য, মানুষ মেরে হলেও তাদের  ক্ষমতায় ঠিকে থাকতে হবে।কিন্তু পারেনি এই ফ্যাসিস্ট  আওয়ামীলীগ সরকার।তাদের বিচার হচ্ছে,হবে।তারা আরও বলেন, আদিবাসীদের কখনো নৃ-গোষ্ঠী, কখনো উপজাতি, কখনো ক্ষুদ্র জাতি,কখনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বানিয়েছেন যা বিকৃত করার জন্য।  আর কিছু দিন থাকলে শেখ মুজিবুর রহমানের মতো সবাইকে বাঙালি বানিয়ে ফেলতেন। কিন্তু পারে নি পারবেও না।  তা-ই  দেশের ছাত্র – জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে রুখে দিয়েছে। এজন্য এই দিনে পদত্যাগ করে  পালাতে হয়েছে শেখ হাসিনাকে। এখন এই দিনটি ইতিহাসে ২য় স্বাধীনতা এবং  ২য় বিজয়ের দিন  বলে আখ্যা দেন। বক্তারা তত্বাবধায়ক সরকারের কাছে ফেব্রুয়ারীতে একটি  সুষ্ঠ নির্বাচন দাবি করেন। এতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালিত হবে।তারা আরও বলেন,ফ্যাসিস্ট সরকারের দোসরা এখনো উপজেলায় বিভিন্ন দপ্তরের কমিটি-সমিতিতে রয়েছে। তাদেরকে কমিটির সমিতি থেকে বাদ দিয়ে নতুন কমিটি করার জন্য প্রশাসনে কাছে বিশেষ অনুরোধ জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments