রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী
মোঃ আবু তালেব সাদ্দাম(২৮) কে গ্রেফতার করা হয়েছে ।
তিনি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের কারিগর পাড়া এলাকার আঃ সালাম প্রকাশ সোনা মিয়ার পুত্র বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে থানার এসআই মোঃ টিটু চন্দ্র দাস এবং এএসআই আবজল আহমদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া এলাকা হতে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানান গ্রেফতারকৃত আসামীকে শনিবার (২ আগস্ট) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।