বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
মূলপাতাপ্রধান খবরবিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিলাইছড়িতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম(SEDP) – এর আওতায়  performance bassed grants for secondary Institutions ( PBGSI )   scrme -এর মাধ্যমে উপজেলা / থানার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা  ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার  প্রদান  করা হয়েছে।

বুধবার  (৩০ জুলাই)  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস – এর আয়োজনে  উপজেলা  মিলনায়তনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায়  জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভাঃ) বিভীষণ চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় তঞ্চঙ্গ্যা, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যা, শিক্ষা অফিসের  অঞ্জন কুমার বড়ুয়া সহ বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি।

জানা গেছে, ২০২২ সালে শিক্ষার্থী – পূণ্যদেবী তঞ্চঙ্গ্যা, কৃপা দেওয়ান,চন্দন বাবু, সুভিগ্য নন্দ চাকমা এবং ২০২৩ সালের  শিক্ষার্থী – সিফা খাতুন, মাইকেল  চাকমা, জেন্টি দেওয়ান, ফাল্গুনী তঞ্চঙ্গ্যা,সুফল তঞ্চঙ্গ্যা ও নয়ন মনি তঞ্চঙ্গ্যা।

তাদের প্রত্যেকে ১০,০০০ /- করে অগ্রণী ব্যাংকের মাধ্যমে  প্রদান করা হয়েছে। এছাড়াও ২০২২-২৩ অর্থ বছরে ফারুয়া উচ্চ বিদ্যালয়কে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে, তবে ননএমপিওভূক্তরা আপাতত পাচ্ছেন না বলেও জানান।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া উপজেলা হিসেবে পিছিয়ে থাকলে হবে না,চেষ্টা করতে হবে যেন দেশের  সব শিক্ষা প্রতিষ্ঠানের সাথে  সবক্ষেত্রেই মানদণ্ড ঠিক থাকে । মানসম্মত শিক্ষার  জন্য এগিয়ে আসতে হবে শিক্ষক – ছাত্র -অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments