জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) কর্তৃক রাঙামাটিতে জুলাই অভ্যুত্থানের কর্মসূচির অংশ হিসেবে ম্যারাথন দৌড়, ক্রীড়া প্রতিযোগীতা, নাগরিক সম্মাননা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাঙামাটি শহরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় রাঙামাটি শহরের মোছাদ্দেদ ই আল ফেসানি মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় পর্যন্ত ম্যারথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে রানী দয়াময়ী বিদ্যালয় মাঠে নানান ক্রীড়া প্রতিযোগীতা এবঙ আইডিএফের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে প্রদর্শনী দেয়া হয়। এরপর রানী দয়াময়ী বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভা গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, মগবান ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আইডিএফ আঞ্চলিক সমন্বয়ক মোছলে উদ্দীন, রাঙামাটি যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম স্মপাদক হিমেল চাকমা, আইডিএফ সম্মৃদ্ধি কর্মসূচির রাঙামাটি সদর উপজেলার সমন্বয়ক মহিউদ্দীন কায়সার, আইডিএফ রাঙামাটি সদর উপজেলা শাখা ব্যবস্থাপক নিয়াজুল ইসলাম, কর্মসূচি সমন্বয়ক নুরুল আলম, প্রোগ্রাম অফিসার মুশফিকা হোসাইন নাম্মি।