বুধবার, জুলাই ৩০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই প্রগতি সংসদ এর সধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাপ্তাই প্রগতি সংসদ এর সধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাপ্তাই  সমাজ কল্যাণমুলক প্রতিষ্ঠান প্রগতি সংসদের সাধারণ সভা ও দোয়া মাহফিল  বুধবার (২৩জুলাই)বিকেল ৩ টায় কাপ্তাই  প্রগিত সংসদ  কার্যালয়ে   অনুষ্ঠিত হয় ।

প্রগতি সংসদের  সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি তোফাজ্জল হক।

এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির লিঃ এর সভাপতি মো জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই নতুন বাজারের বাজার  চৌধুরী আব্দুল্লা আল নোমান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি ও প্রগতি সংসদ সদস্য কবির হোসেন। বক্তব্য রাখেন প্রগতি সংসদ সদস্য নবী হোসেন, মহি উদ্দিন,  ইকবাল হোসেন মাসুদ, আবু বক্কর, কাজী আকিদ,মনিরুল ইসলাম,বেলাল হোসেন, মো.সলেমানসহ প্রমুখ।

সভায় প্রগতি সংসদ ক্লাবের নতুন চাল নির্মাণ উপলক্ষে দোয়া,পুরাতন দরজা -জানালা মেরামত, প্রগতি সংসদের যাতায়াতের রাস্তা উপরে অবৈধ ঘর,সীমানা নির্মাণ ও নতুন সদস্য ভর্তি বিষয়ে আলোচনা করা হয়। এর আগে দোয়া ও মুনাজাত করেন কাজী  জাহিদুল ইসলাম আল-কাদরী। এসময় সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments