রাঙামাটির বিলাইছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৩ জুলাই) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ বিলাইছড়ি এর সহযোগিতায় গোডাউন এলাকা হতে এইসব চাউল বিতরণ করা হয়। বিতরণের সময় চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার রুবেল বড়ুয়া, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, মো. ওমর ফারুক, নন্দলাল চাকমাসহ অন্যান্য জন প্রতিনিধিরা।