টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের কংলাক সড়কে পাহাড় ধসে ৫ ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর সকাল ১০ ঘটিকায় ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এর সদস্যদের নিরলস প্রচেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।
২৩ জুলাই বুধবার রাতভর ভারী বৃষ্টি পাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোর ৫ ঘটিকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পরে সাজেক পর্যটন ও কংলাক সড়কে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন রিসোর্টে অবস্থান করা অনেক পর্যটক আটকে পরেন।
পরে সংবাদ পেয়ে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর নির্দেশে মাটি সরানোর কাজ শুরু করে বিজিবি সদস্যরা।
পরে সকাল ১০ ঘটিকায় সড়কের মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার পাহাড় ধস ও যানচলাচ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।