রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ(অতিবৃষ্টি বন্যা) ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ চাউল (চাল) বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ফারুয়া ইউপি কার্যালয় হতে এইসব চাউল বিতরণ করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন । এছাড়াও ট্যাগ অফিসার নিত্যলাল তঞ্চঙ্গ্যা এর পক্ষে উপস্থিত ছিলেন কনক তঞ্চঙ্গ্যা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা, মনিলতা তঞ্চঙ্গ্যা,সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা,শান্তি কুমার তঞ্চঙ্গ্যা,যতীন তঞ্চঙ্গ্যা,রেণু কুমার তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা,সিদ্ধার্থ চাকমা,মালসম পাংখোয়া উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের(অতি বৃষ্টি,বন্যা) ক্ষতিগ্রস্হ ৮০০ পরিবারের মাঝ ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।