শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

 

নার্য্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে  প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রাঙামাটির বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্মানা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিলাইছড়ি এর আয়োজনে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।

প্রধান অতিথি পরিবার পরিকল্পনা  কর্মীদের বলেন, দুর্গম এলাকায় প্রতিটি জায়গায় গিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য  আপনারা যারা এ কষ্টতা করছেন তা  সমতলের চেয়ে অনেক অনেক  বেশি। তিনি প্রশাসনের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ ও  কষ্টতা সবসময় স্মরণ করবেন এবং  প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুরজিৎ দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিলাইছড়ি, নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুনীল কান্তি দেওয়ান, চেয়ারম্যান, বিলাইছড়ি ইউ.পি, জামায়া তঞ্চঙ্গ্যা, চেয়ারম্যান,  বড়থলি ইউনিয়ন, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক,  উপজেলা প্রেসক্লাব, সভাপতিত্ব করেন অসীম চাকমা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

সভা পরিচালনা করেন শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, বিলাইছড়ি। শেষে শ্রেষ্ঠ পরিদর্শক শান্তবাবু তঞ্চঙ্গ্যা,শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা অনুজা চাকমা, শ্রেষ্ঠ ইউনিয়ন  প: প: কেন্দ্র কেংড়াছড়ি এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কেংড়াছড়িকে সন্মাননা  দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments