শুক্রবার, জুলাই ১১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে পাসের হার ৫০ শতাংশ; নেই জিপিএ - ৫

বিলাইছড়িতে পাসের হার ৫০ শতাংশ; নেই জিপিএ – ৫

রাঙামাটির বিলাইছড়ির  ১ টি কেন্দ্রে  এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা  ৫০% বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

এছাড়াও  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সরকারি উচ্চ বিদ্যালয়  সূত্রে জানা যায়,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১৫ জন পাস/পাশ /pass করেছে ১০২ জন পাসের হার ৪৭.৪৪%। অন্যদিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে  পরীক্ষা দিয়েছে ৮৩ জন পাস করেছে ৪৭ জন পাশের হার ৫৬.৬৩ %। মোট পরীক্ষার্থী ২৯৮ জন পাস করেছে ১৪৯ জন। এছাড়াও  হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে এই কেন্দ্রে  পরীক্ষা দিয়েছে ২১ জন পাস  করেছে ৬ জন পাসের হার  ২৮.৫৭ %।

এইবারে এই কেন্দ্রে সব বিদ্যালয় মিলে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জনসহ মোট – ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি  বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১ জন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments