বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
মূলপাতাএনজিওরাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

পাহাড়ে সামাজিক, রাজনৈতিক, জাতিগত, সম্প্রদায়, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সব ধরনের বৈষম্য-ভেদাভেদ ভুলে যে কোনো পরিস্থিতিতে সম্প্রীতি রক্ষার আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ‘সামাজিত ও রাজনৈতিক সম্প্রীতি এবং সহনশীলতা বৃদ্ধিতে করণীয়বিষয়ক নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ সভা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ আহবান জানান অংশগ্রহণকারী আলোচকরা।
এতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সামাজিক শৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উন্নয়নে দক্ষ, মেধা ও মানসম্পন্ন শিক্ষিত যুবশক্তির বিকল্প নেই।

কিন্তু বর্তমানে এখানে ঘরে ঘরে উচ্চশিক্ষার সনদধারী থাকলেও তারা অনেকে বাবা, মা ও সমাজের বোঝা হয়ে রয়েছে। কারণ তারা বেকার, কোথাও কোনো চাকরি নেই। চাকরির প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে না। তাই শুধু সনদ অর্জন করলে হবে না, প্রয়োজন মেধাসম্পন্ন শিক্ষাগত যোগ্যতার।

বেকারত্বের কারণে পাহাড়ে যুবসমাজ বিপথে যাচ্ছে, নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এখানে বেকারত্ব দূরীকরণে স্থায়ী সমাধান দরকার। এজন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।
এদিন বেলা ১১টায় শহরের আশিকা কনভেশন হলে সিভিক প্লাটফরম আহবায়ক জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিখি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুবাইদা আক্তার। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়নাধীন ‘আস্থা প্রকল্প’ আয়োজিত সভায় প্যানেল বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেটক মামুনুর রশিদ, জামায়াতে ইসলামির জেলা আমির আবদুল আলীম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহবায়ক বিপিন চাকমা।
স্বাগত বক্তব্য দেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। এছাড়া আইনজীবী, প্রথাগত নেতৃত্ব, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক। মালটিমিডিয়া প্রজেক্টরে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments