শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে  আগুনে পড়েছে ৭ টি দোকান 

কাপ্তাইয়ে  আগুনে পড়েছে ৭ টি দোকান 

রাঙামাটির  কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ  সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই)   এলাকা সংলগ্ন মসজিদের পাশে  পরিত্যক্ত  ৭  ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ঐ সব প্রতিষ্ঠানের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেলেও স্থানীয়দের তৎপরতার বেশ কিছু মালামাল রক্ষা পাই।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের  সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি আরোও জানান অগ্নিকান্ডের খবর পাবার সাথে সাথে  কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স  এবং নৌবাহিনীর দমকল বাহিনীর কর্মীরা  এসে দুপুর ১ টার মধ্যে  আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে এলাকার লোকজন ও  বিএসপিআই শিক্ষার্থীরা  আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এই ঘটনায় বন্ধ থাকা  ৭ টি দোকানের  আসবাবপত্র সহ আনুমানিক  ৩ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানদার ইউসুফ ও জাহাঙ্গীর।

বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান, আমাদের বিএসপিআই এর বাউন্ডারি সংলগ্ন ৭ টি দোকানে আগুন লেগেছে। তবে গত ১ বছর ধরে দোকানগুলো বন্ধ রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments