রাঙামাটি শহরের রাজবাড়ি ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে ডুবি নিখোঁজ স্কুল ছাত্র দীপেন চাকমার লাশ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উদ্ধার করেছে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসা ফায়ার র্সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। উদ্ধারের সময় রাঙামাটির ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে ছিলেন।
রাজবাড়ী বাড়ি ঘাট সংলগ্ন এলাকার পানির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
দীপেন চাকমার মামা মিকেল চাকমা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার দুপুর পৌনে একটার দিকে এ পানি ডুবে নিখোঁজ হয় দীপেন চাকমা।
রাঙামাটির সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর মানববিক বিভাগের ছাত্র ছিলেন দীপেন।
দীপেনের মামা মিকেল চাকমা জানান দীপেন তিন দুই বন্ধু নিয়ে বাড়ি ফিরছিল। ফিরার পথে রাজার ঘাটে নৌকা আসতে দেরী হওয়ায় সাঁতরে কাপ্তাই হ্রদ পার হতে গিয়ে দুই বন্ধু পার হতে পারলেও পানিতে তলিয়ে যায় দীপেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারন মো আনছারি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
তিনি বলেন লাশের পচন ধরেছে। তবুও লাশটি পানির নিচে ছিল। আমাদের ডুবুরিরা পানির নিচের লাশের সন্ধান পেয়ে তীরে নিয়ে আসে।