শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীরাঙামাটি শহরের রাজার ঘাটে স্কুল ছাত্র পানিতে ডুবে নিখোঁজ

রাঙামাটি শহরের রাজার ঘাটে স্কুল ছাত্র পানিতে ডুবে নিখোঁজ

রাঙামাটি শহরের রাজবাড়ি ঘাটে পানিতে স্কুল ছাত্র ডুবি ঘটনার ৪ ঘন্টর পর উদ্ধার করা যায়নি রাঙামাটির সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর মানববিক বিভাগের ছাত্র দীপেন চাকমাকে।
বুধবার দুপুর পৌনে একটার দিকে এ পানি ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ দীপেনের মামা মিকেল চাকমা জানান দীপেন তিন দুই বন্ধু নিয়ে বাড়ি ফিরছিল। ফিরার পথে রাজার ঘাটে নৌকা আসতে দেরী হওয়ায় সাতরে পার হতে গিয়ে দুই বন্ধু পার হতে পারলেও পানিতে তলিয়ে যায় দীপেন। দীপেনকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগীতা চাওয়া হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা দীপেনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর উভয় ডুবুরি টিমকে ডাকা হয়েছে। ইতিমধ্যে ডুবুরিরা উদ্ধার কাজে যোগ দিয়েছে। এদিকে স্কুল ছাত্র ডুবির খবর শুনে রাজবাড়ি ঘাটে বন্ধু প্রতিবেশী ও স্বজন কৌতিুহলি জনতা ভিড় করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments