জুরাছড়ি উপজেলা ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচি আওতায় দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
গতকাল (৩ জুন) উপজেলা খাদ্য গুদামের ফটকে প্রতি জনকে দুমদুম্যা ইউনিয়নের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা এসব চাল তুলে দেন।
এ সময় দুমদুম্যা ইউনিয়ন পরিষদের সচিব অতুল চাকমা, টেক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য বকুল বালা চাকমাসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় ১ হাজর ৩৬৭ জনের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
এদিকে পৃথক ভাবে জুরাছড়ি ইউনিয়নে ১ হাজার ৩ শ জন, বনযোগীছড়া ইউনিয়নে ৯ হাজর ৫শ জন, মৈদং ইউনিয়নে ১ হাজার জনের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা।