“কম জায়গা, শূন্য দূষণ, বাইসাইকেল আধুনিক বাহন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডিজেনাস সাইক্লিস্ট কমিউনিটি,রাঙামাটি এর উদ্যোগে আজ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৫ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে রাঙ্গামাটি শহরে প্রায় ২০ কিলোমিটার বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এছাড়া দিবসটি সফল করতে আসামবস্তি- কাপ্তাই সড়কের রাস্তার দুই পাশে জারুল, সোনালু, কৃঞ্চচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
সাইক্লিস্ট কমিউনিটির সদস্য এনভিল চাকমা বলেন, পাহাড়ে দিন দিন বাইসাইকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সাইকেল এমন একটি বাহন, যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও সাবলীলভাবে করে তুলছে। এই বাহনে পরিবেশ কোন দূষণ হয়না, শব্দ দূষণ হয়না। এছাড়া মানুষের সুস্বাস্থ্যের জন্য এই বাহন খুবই উপকারী। ছোট,বড়, বৃদ্ধ যে কোন বয়সের মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এ বাহন এখন একমাত্র মাধ্যম। পৃথিবীকে অতিরিক্ত জ্বালানির কারণে বাতাসে দূষিত কার্বন এবং জলবায়ু বিপর্যয় থেকে রক্ষ করতে সাইকেলকে একমাত্র বাহন হিসেবে বেছে নেওয়ার আহবান জানান তিনি।
ইন্ডিজেনাস সাইক্লিস্ট কমিউনিটির সভাপতি মার্সেল চাকমা বলেন, মাদকমুক্ত সমাজ এবং সুশিক্ষিত সমাজ গড়ার জন্য আমাদের এই সাইক্লিস্ট কমিউনিটি কাজ করছে। আমরা সাইক্লিং এর পাশাপাশি নানা সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করছি।
তিনি আরো বলেন, বর্তমানে দেখা যায় যে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোবাইল আসক্তি। এ আসক্তির ফলে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই সময়ে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে প্রতিটি অভিভাবকদের তাদের সন্তানদের হাতে সাইকেল তুলে দেয়া উচিত।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে।