পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ” শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন” এই প্রতিপাদ্যে বুধবার (৮ মে) হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগ চত্বর হতে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিন করে আবারও হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত য়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয় কর্মকর্তা মো হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্প কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্রাকের স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার শম্পা দাশ গুপ্ত, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা সহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।