মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ত্রি-পক্ষীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ হলরুমে কলেজ কমিটির আয়োজনে এইসভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া সকল শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
সভায় অভিভাবদের শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে সচেতনতা এবং শিক্ষার্থীদের আরো ভালো ফলাফলের বিষয়ে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)এবং উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি কলেজের প্রভাষক অমৃত কুমার চাকমা, ইমরান হোসেন, নিশিতা আজিম, ক্লিয়ানা চাকমা।কর্মচারী শিশির বড়ুয়া, অনিক চাকমা, অভিভাবকবৃন্দ এবং ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ।