মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
মূলপাতাখেলাধূলাজুরাছড়িতে জোন অধিনায়ক বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

জুরাছড়িতে জোন অধিনায়ক বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

জুরাছড়ি উপজেলায় নবাগত জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি বরণ ও নারী কাবাডি দল এবং বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গৌরব চাকমাকর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা মাঠে সন্ধ্যায় নবাগত জোন অধিনায়কে বরণ ও অনুধ্ব ১৮ নারী কাবাডি প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলের সদস্যদে এবং বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গৌরব চাকমাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানা অফিসার ইনর্চাজ মোঃ আলমগীর শাহা, বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার পক্ষ থেকে নগদ অর্থ ও মেডেল প্রদান করেন। এছাড়া দলের সদস্যদের ক্রীড়া উন্নয়নে উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মোঃ কাসেম নগদ ১২ হাজার টাকা এবং গৌরব চাকমাকে নগদ এক হাজার টাকা প্রদান করেন।
পরে মাঠে ঈদ-উল-ফিতর, বিজু, বাংলা নবর্বষ উৎসব পরবর্তী পুর্নমিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments