বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০ শতাংশ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর পদন্নোতি পেয়ে চাকরি করার রায় এবং ২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগের বিরুদ্ধে সারাদেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ৬ দফা দাবির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএসপিআই এর সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম, হাবিবুর রহমান এবং মুজাহিদুর রহমান নকিব এর নেতৃত্বে মশাল মিছিলটি ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।
এর আগে দাবি আদায়ে গত বুধবার একই দাবিতে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীরা বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং কাপ্তাই সড়ক অবরোধ করেন।