শুক্রবার, মে ২, ২০২৫
মূলপাতাঅর্থনীতিকাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

রাঙামাটির  কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্হাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের কার্যক্রম গতকাল সোমবার কাপ্তাই জেটিঘাটস্থ সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি মো: মুছা সওদাগর। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় তৃতীয় বারের মতো সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিনাপ্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরিদ উদ্দিন জানান,  সমিতির ৯ টি পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্ধিতায়  নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে বিজয়ী কাপ্তাই উপজেলা বিএনপির  সভাপতি  লোকমান আহমেদ   ৩য় বারের জন্য সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল  সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে কাপ্তাইয়ের বানিজ্যিক কেন্দ্র জেটিঘাটে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। তিনি সকলের সহযোগিতা ও কামনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments